পাসপোর্ট করা নিয়ে আমাদের অনেকেরই অনেক সমস্যা এবং বিভিন্ন ঝামেলায় পড়তে হয়।তার উপর পাসপোর্ট তৈরী হয়েছে কিনা বা পাসপোর্ট বৈধ কিনা তাও একটা টেনশন
কারন পাসপোর্ট অফিসে নিজে নিজে সবাই পাসপোর্ট নাও করতেপারেনঅনেকেই আছেন বিভিন্ন দালালের মাধ্যমে কাজটি করিয়েথাকেন।তাই আজ আপনাদের সাথে শেয়ার করব পাসপোর্টের অনলাইন ইনকোয়ারীসম্পর্কে।
যারা যারা নতুন পাসপোর্ট আবেদন করেছেন তারা এখন থেকে অনলাইনেই দেখতে পারবেন আপনার পাসপোর্টটি তৈরী হয়েছে কি না।
প্রথমে আপনাকে নিচের ঠিকানায় যেতে হবে:
http://www.immi.gov.bd/passport_verify.php
তার পর নিচের মত একটি পেইজ আসবে।
Passport Office Slip No: এর যায়গায় আপনার পাসপোর্ট আবেদনের রিসিট কপি
এবং Date of Birth: এর যায়গায় আপনার জন্ম তারিখটি দিন।
তার পর Submit এ ক্লিক করুন। আপনার তথ্যটি পেয়ে যাবেন সাথে সাথেই।
মোহাম্মদ রাশেদুল আলম
উদ্যোক্তা
৩নং রায়পুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
আনোয়ারা,চট্টগ্রাম।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস