তথ্য প্রযুক্তি খাতে অত্যন্ত মর্যাদা সম্পন্ন পুরস্কার হিসেবে বিবেচিত ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার আবারও পেয়েছে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার আজ মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) সদর দপ্তরে এ পুরস্কার গ্রহণ করেন।
এটুআইয়ের ন্যাশনাল ওয়েব পোর্টাল প্রজেক্ট ‘এক্সেস টু ইনফরমেশন অ্যান্ড নলেজ’ ক্যাটাগরিতে এবার পুরস্কার পেয়েছে। গত বছর ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’ প্রকল্পের জন্য এটুআই কর্মসূচি এ পুরস্কার পেয়েছিল।
আজ বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবি হলে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ, প্রধানমন্ত্রীর সচিব সুরাইয়া বেগম এবং এটুআই কর্মসূচির বিশেষজ্ঞ নাইমুজ্জামান মুক্তা। খবর বাসসের।
এক টেলিফোন সাক্ষাৱকারে কবির বিন আনোয়ার এ বিজয়ের জন্য উল্লাস প্রকাশ করেন এবং দেশের জনগণের উদ্দেশে এ পুরস্কার উৎসর্গ করেন। তিনি এ প্রকল্পে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অভিনন্দন জানান।
আবুল কালাম আজাদ তাঁর সংক্ষিপ্ত বক্তৃতায় বলেন, পরপর দ্বিতীয়বার এ পুরস্কার বিজয়ের মাধ্যমে বাংলাদেশ চমৎকার দৃষ্টান্ত স্থাপন করেছে।
বিভিন্ন মন্ত্রণালয়ের ওয়েবসাইট হালনাগাদ করা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা এ ব্যাপারে তাদের উৎসাহিত করে আসছি। এ জন্য আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আমরা সকল মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে বৈঠকে বসব।
উল্লেখ্য, বাংলাদেশের ন্যাশনাল ওয়েব পোর্টাল বিশ্বের অন্যতম বৃহত্তম সরকারি ওয়েব পোর্টাল।
মোহাম্মদ রাশেদুল আলম
উদ্যোক্তা
৩নং রায়পুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার।
আনোয়ারা,চট্টগ্রাম।
মোবাইল: ০১৮২৪-৫১৪১৯৫
ইমেইল: uisc.3raipur@gmail.com
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS