Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Tourist Spot

Search

# Title Location Transportation Contact
1 খোর্দ্দ গহিরা সমুদ্র সৈকত খোর্দ্দ গহিরা, আনোয়ারা/চট্টগ্রাম। ১/ চাতরী থেকে সরাসরী সিএজি যোগে আপনি খোর্দ্দ গহিরা সমুদ্র সৈকতে যেতে পারবেন ভাড়া হবে ২০০ তাছাড়া আপনি সিঙ্গল ও যেতে পারবেন এর জন্য আপনার ভাড়া পারবে ৪০ টাকা ২/ আপনি আনোয়ারা উপজেলা থেকে ও যেতে পারবেন প্রথমে চাতরী যাবেন ১০ টাকা ভাড়া দিয়ে তারপর সিঙ্গল ৪০ টাকা এবং সরাসরি ২০০ টাকা ভাড়া দিয়ে আপনি এই বিচ এ যেতে পারবেন... 0
2 পারকী সমুদ্র সৈকত

গ্রাম: উত্তর পরুয়া পাড়া, ওয়ার্ড: ০১, ডাক:চুন্নাপাড়া, 

উপজেলা: কর্ণফুলী, জেলা: চট্টগ্রাম।

মৌজা: ফুলতলী,

চট্টগ্রাম শহর থেকে “পারকী বীচের” দূরত্ব প্রায় ২৫ কিঃমিঃ। যেতে সময় লাগবে ১ ঘন্টা। সরাসরি কোন বাস সার্ভিস নেই। চট্টগ্রাম শহর থেকে রেন্টে-কার, ক্যাব, মাইক্রো বা সি.এন.জি বেবী ইত্যাদি রিজার্ভে আসা যাওয়ার জন্য ভাড়া করতে হবে। রেন্টে-কার, ক্যাব, মাইক্রো আসা যাওয়ার ভাড়া নূন্যতম ১৫০০ টাকা নিবে। সি.এন.জি স্কুটার বা বেবী আসা যাওয়ার জন্য নিবে ৬০০ টাকা। শুধু যাওয়া বা আসা এক পথ ৩০০ টাকা। এতে অনেক সময় ফিরতি পথে ঠিক মতো গাড়ী পাওয়া যায় না। তাই আসা-যাওয়ার জন্য গাড়ী রিজার্ভ করাই ভাল।

0

3 বার আউলিয়া সমুদ্র সৈকত মধ্যম গহিরা, আনোয়ারা/চট্টগ্রাম। যদি ও বার আউলিয়া সমুদ্র সৈকতে যাওয়া অনেক কষ্টসাধ্য ব্যাপার কারণ যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ তবু ও আপনার যদি প্রাকৃতিক অপার সুন্দয্য উপভোগ করতে চান তাহলে একটু কষ্ট তো করতেই হবে আশা করি আপনার কষ্ট ব্যর্থ যাবে না আমাদের উপজেলা থেকে প্রথমে আপনি ১০ টাকা ভাড়া দিয়ে চাতরী যাবেন তারপর আপনি চাতরী থেকে সরাসরি সিএজি নিয়ে যেতে পারেন কিন্তু ভাড়া একটু বেশি চাইবে কারন জায়গা অনেক দূর আপনার কাছ থেকে ৫০০ টাকা পর্যন্ত চাইতে পারে তবে আপনি সিঙ্গল গেলে বেশি লাভবান হবেন, 0